সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
দীর্ঘদিন ধরে একটি বোরো জমির মালিকানা দ্বন্দ্বে দুইপক্ষের সংঘর্ষে জমসেদ খাঁ (৩০) নামে একজন নিহত ও এ ঘটনায় উভয়পক্ষের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন কর্ণগাঁও গ্রামের উসমান খাঁর ছেলে। গ্রামবাসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে নতুন কর্ণগাঁও বাজারের আব্দুল্লাহর হোটেলে বসে জমসেদ খাঁ ও আবুল ওয়াফার লোকজনের মধ্যে উভয়পক্ষের দাবিদার একটি বোরো জমির কাগজ দেখা চলছিল। এ সময় প্রতিপক্ষের সুলফিল আঘাতে গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে দিরাই হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে দিরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে।