মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপির বর্ধিত সভা বৃহস্পতি বার ১১টায় উপজেলায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সম্পাদক ইঞ্জিনিয়ার (অব:) আব্দুল খালেক। সাবেক প্রচার সম্পাদক মজিবুর রহমান মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলার ভাইস চেয়ারম্যান মো. মোশাহিদ তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আশরাফুল আলম চন্দন পীর, সহকারী অধ্যাপক হারুন ওর রশিদ সরকার, জেলা বিএনপির নেতা জুলফিকার আলী ভুট্টো, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম বিএইচসি, বিএনপি নেতা আব্দুল মতিন মির্জা, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আব্দুল হেকিম, শাহ আলম মির্জা, শ্রমিক দলের সভাপতি আবু তাহের, স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক আব্দুল কাইয়ুম, সুখাইর রাজাপুর ইউপি বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব, সদর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, জয়শ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পাইকরাটি ইউপি বিএনপির সভাপতি মাহবুব মোর্শেদ খোকন, কৃষক দলের যুগ্মআহবায়ক আউলাদ হোসেন, সেলবরষ ইউপি যুবদলের সাধারণ সম্পাদক মনিরজ্জামান মনির, উপজেলা যুবদলের নেতা মো. নয়ন মিয়া, সোহেল আহমেদ, মুশফিকুর রহমান, সুখাইর রাজাপুর দক্ষীণ ইউপি যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের নেতা তোফায়েল, হাবিব উল্লাহ, মজনু, নিজাম, গালিব, বিলকিস, পাপন মির্জাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান অবস্থা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন বিএনপি জনগণের কথা বলে আগামী নির্বাচনে এ দেশের জনগণ দেখিয়ে দিবে ধানের শীষে ভোট দিয়ে। জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেতৃত্বে শান্তি ও উন্নয়নের পক্ষে দূর্নীতিবাজ এবং লুটেরাদের বিপক্ষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী মনোনীত করলে এই আসন তাকে উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব।