শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধর্মপাশায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন বৃক্ষ মেলা শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তী, ধর্মপাশা কৃষি অফিসের উপসহকারী কামরুল ইসলাম।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ভাইস চেয়ারম্যান মো. মোশাহিদ তালুকদার, ধর্মপাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা সোয়েব আহমেদ, ধর্মপাশা থানার ওসি সুরনজিৎ তারুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ মুরাদ, ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, সঞ্চয় রায় চৌধুরী প্রমূখ।
বৃক্ষ মেলায় ৯টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রয়েছে। স্কুল শিক্ষাথীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়।