মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
‘স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর সমাপনী দিনে দক্ষিণ সুনামগঞ্জে মুল্যায়ন ও পুুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার শ্রেষ্ট মৎস্যজীবির মুল্যায়ন ও পুরস্কার বিতরণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ।
উপজেলার শ্রেষ্ঠ মৎস্যজীবি হিসেবে ৩ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ক্রেস্ট ও সনদপত্র প্রাপ্তরা হলেন দুর্বাকান্দা জেবিন মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ও ইউপি সদস্য মো: সাইদুল ইসলাম, মো: আজম আলী ও মো: মঈনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, উপজেলা সমবায় সহকারী নুর হোসেন, দক্ষিণ সাংবাদিক মো: নুরুল হক, শফিকুল ইসলাম, উপজেলার হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের মৎস্য সহকারী মো: হাবিবুর রহমান, মৎস্যজীবি মতিউর রহমান, বাবুল মিয়া, জমসিদ মিয়া প্রমুখ।