মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ পৌর শহরের সোমপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আনন্দ বিশ^াস (১৬)। সে সোমপাড়া এলাকার দিনমুজুর কৃষ্ণ বিশ^াসের ছেলে। সে পিতামাতার সাথে সোমপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
বুধবার বিকেল ৩টায় নিজ বসত ঘরের টিলের চালায় উঠে রোদে শুকানো কাপড় নামাতে গিয়ে সে বিদ্যুতের লাইন থেকে ঘরে নেয়া বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ঘরের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে ঐ যুবকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।