মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাঁক ইউনিয়ন পরিষদে চুরি সংঘঠিত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাতনামা চুরেরা শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের তথ্য সেবার কক্ষের থালা ভেঙ্গে কক্ষে থাকা ১টি ল্যাপটপ, ১টি ডেক্সটপ কম্পিউটার, ১টি মডেম, ২টি পেনড্রাইভ ও ইউনিয়ন পরিষদ সচিবের কক্ষ থেকে ১টি ল্যাপটপ, ১টি ডেক্রটপ কম্পিউটার ও ১টি প্রজেক্টর নিয়ে যায়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু বলেন, একটি ইউনিয়ন পরিষদের কম্পিউটার চুরি খুবই ন্যাক্কারজনক, এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের কাছে আমার জোর দাবী এই সমস্ত চোরদেরকে খোঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।