মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধিন বংশীকুন্দা উত্তর ইউনিয়ন শাখা আয়োজিত র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মহেষ খলা বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে একটি র্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহেষ খলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ এসে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩তম শাহাদত বাষিকী পালন উপলক্ষে ১ মিনিট নিরাপত্তা পালন করে।
শোক র্যালীটি দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির মো. আবু সাঈদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী উসমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক জালাল উদ্দিন, জাতীয় শ্রমিকলীগের মধ্যনগর থানার সাংগঠনিক সম্পাদক আব্দূল খালেক জনি, ইউপি যুবলীগের সভাপতির আয়ুব আলী, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মনির হোসেন, ইউপি ছাত্রলীগের সভাপতির এহসান বিন মর্তুজ, সাধারণ সম্পাদক আবু সালেহ সজিবসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে শোক সভায় বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া প্রার্থনা করা হয়।