বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ে গতকাল (শনিবার) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় থানাপয়েন্টে ‘মাদকমুক্ত সমাজ গড়ি, যুব সমাজকে রক্ষা করি’ এই শ্লোগানে বাদ আসর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহকারি মহাসচিব ও ইউকে জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ।
শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমীর পরিচালনায় এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুল কাহহার, সহসাধারণ সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, পৌর জমিয়তের নবনির্বাচিত সভাপতি হাফিজ লোকমান আহমদ, সাধারণ সম্পাদক এমদাদুল হক আরকান, দিরাই উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আবিদুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল হক চৌধুরী, পৌর যুব জমিয়তের সভাপতি মাওলানা খালেদ আহমদ জায়িম, মাওলানা মুহাম্মদ মিয়া, মাওলানা মুতিউর রহমান, পৌর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা জাকোয়ান আহমদ।
মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ শামসুল আলম, মাওলানা জাবির হুছাইন চৌধুরী, হাফিজ জিয়াউল করীম, মাওলানা উবায়দুল্লাহ তাহমিদ, মাওলানা আব্দুল্লাহ রাজন, মাওলানা সালমান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, মাদক আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করায় সর্বত্র অস্থিরতা বিরাজ করছে। মাদকের ছোবলে দেশে প্রাণহানিসহ নানা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। মাঝে মধ্যে প্রশাসনের মাদক বিরোধী অভিযানে কিছু সফলতা আসলেও প্রকৃত ফলাফল এখনো আসেনি। তাছাড়া মাদক বিরোধী অভিযানের নামে কোন ধরণের ক্রসফায়ার দেয়া কোন সভ্য সমাজের কাজ হতে পারে না। সমাজের সরকারের ভালো কাজের জন্য ধন্যবাদ দেয়ার পাশাপাশি সকল ধরণের অন্যায়কে কঠোর হস্তে দমনের আহ্বান জানানো হয়।