রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ:
দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রবাদীতা অতিক্রম করে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করতে “পিস প্রেসার গ্রুপ” এর আয়োজনে ‘নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীণ ও নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে করণীয়’ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
ইউকে-এইড ও ইউএস-এইড-এর সহযোগীতায় এবং দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল ও এশিয়া ফাউন্ডেশনের অংশীদারীত্বে বাস্তবায়িত “স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় শুক্রবার ১০টায় দিরাই পৌর সদরের আপ্যায়ন রেষ্টুরেন্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলামের নেত্রীবৃন্দসহ সমাজসেবক, সাংবাদিক, নাগরিক সংগঠনের সদস্যগণ ও নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ গহণ করেন।
দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর এসপিএল প্রকল্পের আঞ্চলিক সমস্বয়কারী মোঃ মাহবুব হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সুহেল আহমদ, সহ-সভাপতি সিরাজ-উদ দৌলা তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, কৃষকলীগ সভাপতি তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, ভাটিপাড়া আওয়ামী লীগ নেতা পাকি চৌধুরী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল মিয়া, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া প্রমূখ।
অংশগ্রহনকারীগণ দিরাইকে বাংলাদেশের মধ্যে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত, রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতাবিহীন একটি মানবিক সমাজ গড়ে তোলার লক্ষে দলসমূহের শীর্ষ নেত্রীবৃন্দদের নিয়ে নির্বচনকালীন রাজনৈতিক সম্প্রতীর উপর আলোচনা করা হয়।