সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বেলা সোয়া ১১টায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও আরিফুল হক চৌধুরীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।