সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের (৮টি টিমের মধ্যে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধব ১৭) টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
বৃহ¯পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তেঘরিয়া মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উলাহর সভাপতিত্বে, পাগলা উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রীড়া শিক্ষক মৃদুল তালুকদার দাস ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ নুরে আলম ছিদ্দিকির যৌথ পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, থানা ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দীন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ মোঃ জসীম উদ্দীন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির উদ্দীন, শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্পের ম্যানাজার মোঃ রফিকুল ইসলাম, লাউগাং দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোস্তাক আহমদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক দিলীপ কুমার তালুকদার, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ বিশ্বাস, জয়কল উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আলিমুল ইসলাম প্রমূখ।
আলোচনা শেষে পুর্বপাগলা ইউনিয়ন ও পশ্চিম বীরগাও ইউনিয়নের মধ্যে জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহসহ অতিথিবৃন্দ।