সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সারা দেশে এক হাজার ছয়শ ৮১টি মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে প্রায় ছয় হাজার কোটি টাকা সর্বোচ্চ ব্যয় ধরে ১৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি(একনেক)।
মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মোট ১৭ হাজার সাতশ ৮৬ কোটি ৯৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়।
এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৩ হাজার আটশ ১৩ কোটি ৪৪ লাখ টাকা, আর বৈদেশিক সহায়তা থেকে তিন হাজার নয়শ ৩০ কোটি ৮৯ লাখ টাকা ও বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪২ কোটি ৬২ লাখ টাকা ব্যয় করা হবে।
সংসদ সদস্যদের দেয়া তালিকা অনুযায়ী তাদের নিজস্ব এলাকায় ছয়টি করে মাদ্রাসার উন্নয়ন করা হবে। এছাড়াও বিশেষ বিবেচনায় সারাদেশে আরও দুইশটি মাদ্রাসার উন্নয়ন করা হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।