রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জে সমবায় সমিতির সদস্যদের আয়বর্ধন মূলক (আইজিএ) গবাদি পশু (গরু মোটাতাজাকরণ) সবজি চাষ ও মৎস্য চাষ বিষয়ে (৫ দিন ব্যাপী) উপজেলার ২৫ জন সমবায়ীদের মধ্যে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহ¯পতি দুপুরে উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমবায় অফিসের আয়োজনে সমবায় উন্নয়ন তহবিল এর অর্থায়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগমের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোঃ মাসুদ আহমদের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা সহকারী পরিদর্শক এ কে এম জালাল উদ্দীন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।
সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ নুরুল হক, শফিকুল ইসলাম, সমবায় অফিসের মোঃ নুর হোসেন, সমবায়ী মোঃ তমিজ আলী, লাকী ঋণ সংগঠনের সমবায়ী আবুল খয়ের, মিলন রাণী দাস প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ প্রদান করেন।