বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
সাইফ উল্লাহ:
‘সন্ত্রাস নয়, জঙ্গীবাদ নয়-এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপন করা হয়েছে। আয়োজনে সুজন-সুশাসনের জন্য নাগরিক ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ, সহযোগীতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশানাল।
মঙ্গলবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন পরবর্তী শান্তি পদযাত্রা উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার সুজন-সুসাশনের জন্য নাগরিক-এর আহবায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, সুজন-এর যুগ্ম-আহবায়ক জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পিচ পেশার গ্রুপের সদস্য আব্দুল মন্নান তালুকদার, পিচ পেশার গ্রুপের সদস্য ও জামালগঞ্জ উত্তর ইউপি বিএনপির সভাপতি আলী আক্কাস মুরাদ, উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাচনা বাজার ইউপি সুজন-এর সভাপতি পক্কজ পাল চৌধুরী, সুজনের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, যুগ্ম-আহবায়ক ও উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের তালুকদার, যুগ্ম-আহবায়ক ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলী আমাজদ, উপজেলা বিএনপির নেতা ও পিচ পেশার গ্রুপের সদস্য খালেদা আক্তার, মহিলা পরিষদের সহ সভাপতি দিপক শ্রী তালুকদার, জামালগঞ্জ উপজেলা যুবলীগ নেতা শিরিন তালুকদার, মো. মানিক মিয়া, বিএনপির নেতা আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আসাদ আল সাদি, মঈনুল হাসান, জাতীয় পার্টি নেতা এরশাদ, শহিদ নুর, নারীনেত্রী সুফিয়া, আয়শা সিদ্দিকা, কল্পনা, আম্বিয়া, সাংবাদিক মো. শাহীন আলম, বাপ্পী বর্মন, শেখ রাসেল পরিষদের সাবেক সাধারন সম্পাদক কবি আলী হোসেন রাজাসহ বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ ও ইয়ুথ, উজ্জীবকসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২ অক্টোবর আন্তজার্তিক অহিংসা দিবস। মানুষের জন্য হিংসা-হানাহানিমুক্ত শান্তি ও সম্প্রীতির এক পৃথিবী গড়ার প্রত্যয়ে ২০০৭ সালে থেকে বিশ্বজুড়ে এই দিবসটি উদযাপিত হচ্ছে। অহিংসা আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধীর জন্ম দিনকে বেছে নেয়া হয়েছে আন্তজার্তিক অহিংসা দিবস। সন্ত্রাস, জঙ্গীবাদ রোধ করতে, মাদক মুক্ত সমাজ গড়তে আমরা ঐক্যবদ্ধ।