বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা মুক্তিসহ ৭ দফা দাবী প্রদানের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়ে কালিবাড়ি মোড়ের দিকে আসলে চাইলে পুলিশী বাধাঁয় সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি জনাব কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে যুগ্ম-স¤পাদক মুনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক হুইপ, চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব এড.ফজলুল হক আসপিয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ স¤পাদক নূরুল ইসলাম নূরুল।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, আব্দুল মোতালেব খাঁন, ফারুক আহমদ, আ.ত.ম মিসবাহ, নাদের আহমদ, রেজাউল হক, এড. শেরেনূর আলী, আনিসুল হক, আবুল মনসুর শওকত, আকবর আলী, সেলিম উদ্দিন, আবুল কালাম, আনসার উদ্দিন, শামসুল হক নমু, যুগ্ম-সা¤পাদক নূর হোসেন, নাসিম উদ্দিন লালা, শোয়েব আহমদ, মামুনুর রশীদ শান্দ, সাংগঠনিক স¤পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুলাহ হাসান জুনেদ, দপ্তর স¤পাদক জামাল উদ্দিন বাকের, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ফুল মিয়া, বিএনপি নেতা জুনাব আলী, শাহ মোঃ শাহজাহান, এড আমিরুল হক, মোর্শেদ আলম, আকবর আলী, রাকিবুল ইসলাম দিলু, আব্দুর রহীম, যুবদলের সাধারণ স¤পাদক এড. মামুনুর রশীদ কয়েছ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক মনাজ্জির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এড. ফজলুল হক আসপিয়া বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে দেশনত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। দেশের গনতন্ত্র আজ কারাগারে বন্দী।
সভাপতির বক্তব্যে জনাব কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, বিএনপির ৭ দফা এদেশের আপামর জনগণের প্রানের দাবি। এদাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মী রাজপথ থেকে ঘরে ফিরে যাবে না।
প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সাধারণ স¤পাদক নূরুল ইসলাম নূরুল উত্তাল জনতার মূহুমূহু মিছিলকে স্বাগত জানিয়ে বলেন, সারা বাংলাদেশের প্রতিটি জনপদ আজ বিএনপির দখলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবেনা। তারেক রহমানের উপর থেকে সকল সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। বিএনপির ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিটি নেতাকর্মীকে রাজপথ দখলে রাখার নির্দেশ প্রদান করেন।
সভায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল গনি, আশিকুর রহমান আশিক, ভাস্কর রায়, নাসের উজ্জ্বলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।