রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে, ৩দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে, ৩দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহর সভাপতিত্বে, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ ও উপজেলা টেকনিশিয়ান মনোয়ার হোসেন হিমেলের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
বিশেষ অতিথিব বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবাব মিয়া, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, মেডিকেল অফিসার জসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার আহমদ, খাদ্য কর্মকর্তা রোমানা আফরোজ, ওসি (তদন্ত) আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, অনলাই নিউজ পোর্টাল সুনামগঞ্জ ভিউর প্রধান সম্পাদক হোসাইন আহমদ, সম্পাদক ও প্রকাশক সোহেল তালুকদার, সাংবাদিক নুরুল হক, শফিকুল ইসলাম প্রমূখ।
পরে সন্ধ্যা সাড়ে ৬টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।