বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
২১শে আগস্ট গ্রেনেড হামলার রায় প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুনামগঞ্জে ফরমায়েশী রায়ের প্রতিবাদে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহ¯পতিবার বিকালে উপজেলার পাগলা বাজার বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আনছার উদ্দীনের নেতৃত্বে মিছিল বের হয়ে পাগলা বাজার বাস্টেন্ডে এসে মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা বিএনপি নেতা মহির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির একাংশের সাধারণ স¤পাদক মোঃ নুর আলী, উপজেলা যুবদলের সভাপতি মোঃ সহেল মিয়া, সহ-সভাপতি রঞ্জিত সুত্রধর, সহ-সাংগঠনিক স¤পাদক আশারাফ আলী, জেলা যুবদলের সদস্য তুরণ খান, যুবদল নেতা দিদার আহমদ, মাহবুব ইসলাম, মাহবুব, ছাদিকুর রহমান, মোজাহিদ আলী, শিজিল, শাহিদ, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, আবু খালেদ মিয়া, ইমরান হোসেন, শাহাদাত হোসেন কামরান, ইমদাদ হোসেন, রন্টু পাল, জাভেদ, সিফুর রহমান সায়েম, শোয়েব, বাছির মিয়া, জুবেল, শাহআলম প্রমূখ।
বক্তারা অবিলম্বে মিথ্যা বানোয়াট ফরমায়েশী রায়ের বাতিলের দাবী জানান।