বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
কেক কাটা, র্যালী ও আলোচনা সভাসহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের স্টেডিয়াম মার্কেটের পাশে শ্রমিকলীগের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু হয়।
জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সেলিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মজিদ খান সেলিম, আশরাফুল ইসলাম জুয়েল, তাপস দাস, অসীম রায়, নুরুল হক চেয়ারম্যান, আবু হানিফ, শফিকুল ইসলাম, মোঃ মহসিন, আশক মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম হাফিজ, নুরুদ্দিন, জাহাঙ্গীর আলম, রাসেল চৌধুরী, ওয়াসিম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, মনিরুজ্জামান মনির, দিদারুল বাশার অপু, বদরুল আলম সুমন, রিংকু চৌধুরী, জাহাঙ্গীর আলম রফিক, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দিলোয়ার হোসেন, শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক পল্লব দাস, শেখ আমির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শামিম মিয়া, আইন সম্পাদক তাপস কর, সহ-ক্রীড়া সম্পাদক উদয় রায়, দিলোয়ার হোসেন, জুয়েল চৌধুরী, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইকবাল বখত সুমন, সহ-সভাপতি উস্তার আলী, সাধারণ সম্পাদক মিঠুন চন্দ, দক্ষিণ সুনামগঞ্জের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিশ^ম্ভরপুর উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান মিয়া, ছাতক শাখার সভাপতি আবু বক্কর রাজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যুদ্ধবিধস্থ দেশটিকে স্বাধীন করে প্রথমেই শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়েছিলেন। আজ তারই সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে উন্নয়নের ধারা সুচিত হয়েছে তা কোন সরকারের আমলেই সম্ভব হয়ে উঠেনি। বিশেষ করে বিভিন্ন সেক্টরের শ্রমিকদের মুজুরী বৃদ্ধি, তাদের আয় ব্যায়ের সাথে সংঘতি রেখে তাদের আবাসন ব্যবস্থা করাসহ তাদের শ্রমের সঠিক মর্যাদা দেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেননা একটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি হচ্ছেন এ দেশের শ্রমিকরা। কাজেই শ্রমিকদের ঘাম ও শ্রমের মাধ্যমেই দেশ আজ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে।
সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম আহমদ বলেন, শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারো আগামী একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই শ্রমিক লীগের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে জনগনের পাশে গিয়ে শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাওয়ার আহবান জানান। পাশাপাশি নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত শিবিরের অপতৎপরতা প্রতিহত করতে শ্রমিক লীগের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেল করার আহবান জানান।