বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মতিউর রহমান ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। রবিবার সকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিস, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালন মো. এমরান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলা প্রকৌশলী মো. আব্দুস সাত্তার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, ইউপি সচিব অজিত কুমার রায়, প্রদিপ কুমার রায়, সমির কান্তি দে সহ ইউপি সদস্য ও সদস্যা সহ উদ্দোক্তা ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সাচনা বাজার ইউনিয়নের মুক্তিযোদ্ধা যাদুঘরসহ বিভিন্ন কর্মকা- পরিদর্শন করেন।