বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন আওয়ামী লীগের নৌকার পক্ষে ভোট চান, তিনি আরও বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে, প্রতিশ্রুতি পূরণ করে আওয়ামী লীগ সরকার। আমরা নৌকার লোক, নৌকার পক্ষে কাজ করি এবং কাজ করে যাব। তাই আসুন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের দলীয় পতাকা তলে কাজ করি। প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন একথা বলেন। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাদশাগঞ্জ বাজারে আওয়ামী লীগের ১০ বছর উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাজারের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রায় ৮ হাজার মানুষের সমাগম ঘটে। সেলবরষ ও পাইকরাটি ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে শুক্রবার দুপুরে বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সেলবরষ ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন শাহ, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটনের সঞ্চালনায় প্রধান আলোচক ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র লাল তালুকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমেদ চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ, জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ মুরাদ, মোজ্জাম্মেল হোসেন রোকন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সেলবরষ ইউপি চেয়ারম্যান মো. নুর হোসেন, ধর্মপাশা ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, পাইকরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোহবান আখঞ্জী, আব্দুল জলিল তালুকদার, সহ-সভাপতি আলী মর্তুজা, মধ্যনগর থানার যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাদত তিতাস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন প্রমূখ।