বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান রাহ-এর স্মরণে সৈয়দপুর ফাজিল মাদরাসায় অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান অাহমদের সভাপতিত্বে অালোচনা সভা ও দোয়ার অায়োজন করা হয়। তাছাড়া মাদরাসার হিফজশাখার শিক্ষার্থীদের পক্ষ থেকে কুরঅান খতম করা হয়। অালোচনা সভায় মরহুম রাহ. ইসলাম বিরোধী কার্যলাপের বিরুদ্ধে ও নাস্তিক মুরতাদদের হাত থেকে দেশ রক্ষার জন্য তাঁর সাহসী ভূমিকার বিভিন্ন দিক অালোচনা করা হয়।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা মনওয়ার অালম টাইটেলী, প্রভাষক এ ডি এম ফখর উদ্দিন, প্রভাষক মাওলানা অাশিকুর রহমান, প্রভাষক মাওলানা নিজাম উদ্দিন, প্রভাষক মোঃ অাজমান অালী, সহকারী মৌলভী মাওলানা কবির অাহমদ, মাওলানা সায়ফুদ্দীন অাহমদ প্রমূখ।
অালোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রবীন শিক্ষক মরহুম মাওলানা হাবীবুর রহমান রাহ-এর পীর ভাই শায়েখ মাওলানা রফিকুজ্জামান।