মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল সিনিয়র এএসপি হিসাবে সম্মাননা পেলেন সিনিয়র এএসপি (সার্কেল) মাহবুবুর রহমান।
সোমবার দুপুরে পুলিশ লাইনের হলরুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভা ও কল্যাণ সভায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে নৈপুন্য, চুরি হওয়া বিগত ২০০ বছরের পুরনো খাসার মুর্তি উদ্বারে এবং সর্বোচ্ছ গ্রেফতারী পরোয়ানা তামিলে ও মাদকদ্রব্য উদ্ধারে সুযোগ্য নেতৃত্ব ও দিক নির্দেশনার স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল সিনিয়র এএসপি হিসাবে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করলেন জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জের সার্কেল সিনিয়র এএসপি মাহবুবুর রহমান।
এই সম্মাননা পাওয়ার পিছনে থানার সকল অফিসার ও ফোর্সদের অবদান ও আছে বলে জানান সিনিয়র এএসপি মাহবুবুর রহমান, তিনি আন্তরিকভাবে কাজ করার জন্য থানার সকল অফিসার ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ থানার সর্বস্তরের জনগণদের আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।