বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে জামালগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
জানা যায়, জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম-এর নেতৃত্বে এস আই সুমনুর রহমান ও এসআই মো. মোসলেহ উদ্দিন সংঙ্গীয় ফোসসহ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সাচনা বাজার ইউনিয়নের রামনগর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. তুলাই মিয়া (৩০) ভীমখালী ইউনিয়নের বড় ঘাঘটিয়া গ্রামের আব্দুল লতিফ-এর ছেলে মঞ্জুর মিয়া (২৩)-কে ৫শত গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়েছে।
জামালগঞ্জ পুলিশ সুত্রে জানা যায়, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।