বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা:
গণপরিবহন না পেয়ে রিকশায় বা ভ্যানে চড়ে, এমনকি পায়ে হেঁটে যাত্রীদের গন্তব্যে রওয়ানা হতে দেখা যায়। ৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে দেশ্যব্যাপী পরিবহন ধর্মঘটে কানাইঘাটের জনজীবন অচল হয়ে পড়েছে।
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে রোববার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে দেশজুড়ে ৪৮ ঘণ্টার ‘কর্মবিরতি’ পালন করছে পরিবহন শ্রমিকরা। কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশাসহ যাত্রীদের চলাচলের বিকল্প বাহনও। এজন্য দিনের শুরুতেই চরম ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা।
ব্যক্তিগত গাড়ি ছাড়া রাস্তায় কোনো গণপরিবহনেরই দেখা মিলছে না। মাঝেমধ্যে কিছু সিএনজিচালিত অটোরিকশার দেখা মিললেও তারা দাবি করছে ‘গলাকাটা’ ভাড়া। আবার এই ভাড়ায় গাড়িতে চেপে বসলেও পরিবহন শ্রমিকরা তাদের নামিয়ে দিচ্ছেন। পরিবহন না পেয়ে মানুষকে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে দেখা গেছে। বিশেষ করে নারী ও বয়স্কদের পড়তে হয়েছে বেশি ভোগান্তিতে। শ্রমিক নেতারা জানিয়েছেন কানাইঘাটের একাধিক স্থানে পরিবহন চালকরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে।