বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সাথে সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত ও সম্মিলিত জাতীয় জোটের মনোনয়ন প্রত্যাশী মাওলানা ফয়েজ আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায় শান্তিগঞ্জ বাজারে উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, সাধারণ স¤পাদক মাওলানা ছমির উদ্দীন সালেহের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক, যুক্তরাজ্য শাখার সাধারণ স¤পাদক ও আন্তর্জাতিক সেবা সংস্থা মদিনাতুল খাইরী আল-ইসলামীর চেয়ারম্যান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত ও সম্মিলিত জাতীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফয়েজ আহমদ।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা এস এম সাহিদ আহমদ, সহ-সভাপতি সৈয়দ মাওলানা মুনসিফ আলী, সহ-সভাপতি মাওলানা নুরুল আলমক খান জাহাঙ্গীর।
সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা ফয়জুল হাসান, সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়য়াদুদ হোসাইনী, বায়তুলমাল স¤পাদক মাওলানা আবুল বশর মোঃ জুবায়ের, প্রচার স¤পাদক মাওলানা এনামুল হক সাংগঠনিক স¤পাদক মাওলানা নুরুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওলানা আশিকুর রহমান প্রমূখ।