রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এরজিআইডি-এর আওতাধীন পল্লী কর্ম সংস্থা ও সড়ক রক্ষণা-বেক্ষণ কর্মসুচী আরইএমপি-২ এর শীর্ষক ৪ বছর মেয়াদী প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ হল রুমে চেক বিতরনী অনুষ্ঠিত হয়। আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ও সহযোগীতায় জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামীম আল ইমরান ও জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি জামালগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু তালুকদার বাবুল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিতেন্দ্র লাল তালুকদার পিন্টু, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, আওয়ামী লীগের নেতা গোলাপম জিলানী আফিন্দী রাজু, আসাদ আল আজাদ, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা শ্রমিকলীগের নবগঠিত কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, যুবলীগ নেতা মো. মানিক মিয়া, ইমরান তালুকদার, সদর ইউপি যুবলীগের সভাপতি মো. শিরিন তালুকদার, শেখ রাসেল পরিষদের সাবেক সাধারন সম্পাদক কবি আলী হোসেনসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। নারীদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। জেন্ডার নিয়ে কাজ করছে সরকার, নারী পুরুষ সমান অধিকার ভোগ করছে। শেখ হাসিনার আমলে নারীদের উন্নয়ন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এখানে উপস্থিত নারী ৫০ জন প্রতি জনে ৭১ হাজার ৭ শত ৩৯ টাকা করে চেক হস্থান্তর করেন এমপি রতন। এছাড়া তিনি আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কা, নৌকা প্রতিকে বঙ্গবন্ধুর নৌকা মার্কা ভোট প্রার্থনা করেন। পরে তিনি শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরেন।