রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করেছেন মন্ত্রিসভার টেকনোক্র্যাট চার মন্ত্রী। তারা হলেন- ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসীকল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে তাদের পদত্যাগপত্রগুলো জমা দেয়া হয়েছে বলে টেকনোক্র্যাট চার মন্ত্রীর দফতর থেকে জানা গেছে।
এর আগে আজ মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে বর্তমান সরকারের মন্ত্রিসভায় থাকা টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্দেশ পাওয়ার পরপরই পদত্যাগ করলেন তারা।