সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদের ওয়য়ার্ড সভা ও উপজেলা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জ জেলা এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প (ইএলজি)এর সহযোগিতায় সুনামগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা ফ্যাসিলিটেটর আবুল ফরাহ মোঃ সালেহের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বিশেষ অতিথির রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার এর উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুবিনা বেগম, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুর রশিদ আমিন, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দীন, দক্ষিণ সুনামগঞ্জ প্রসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ,সমাজসেবী সৈয়দ আসাদ, তানিয়া চৌধুরী, জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, সমাজসেবী, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, আপনারা আপনাদের ওয়ার্ডে যে সভা করেন, সে সব সভা-সেমিনারের কার্যক্রম আপনাদের ফেসবুকে প্রচার করলে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জানবে আপনারা সভা সেমিনার করছেন। আপনাদের ইউপি স্থায়ী কমিটি, ইউডিসিসি কমিটি এবং উপজেলা স্থায়ী কমিটি সমুহ শক্তিশালীকরণ করতে হলে তা প্রচার করতে হবে।