রবিবার, ১৩ Jul ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর কৃষ্ণচন্দ্র পাবলিক উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের গরীব ও অসহায় এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের ছয় জন শিক্ষার্থীর মধ্যে দশ হাজার সাত শত টাকা প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে যুক্তরাজ্য প্রবাসী সুরমা যুব সংঘের সিনিয়র সদস্য পাশা মিয়ার উদ্যোগে ও সুরমা যুব সংঘের আয়োজনে অর্থ প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকেশ সরকারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল খায়েরের পরিচালনায় বক্তব্য রাখেন সুরমা যুব সংঘের সভাপতি সুলেমান কবির, সহ-সভাপতি হাসান মিয়া, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মছদ্দর মিয়া, কোষাধ্যক্ষ কয়েছ আলী খান, সদস্য পাশা মিয়া, ফুজায়েল আহমেদ চৌধুরী, সফিকুল ইসলাম, শাহিন মিয়া, পাবেল মিয়া, জুনাব আলী, আবু ছালেক, আবু তাহের, সবুজ মিয়া, জুয়েল মিয়া, মিলন মিয়া, জালাল মিয়া প্রমূখ।