বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ় রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জের হাওরের আগাম বন্যা রোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা শহরের লতিফা কমিউনিটি সেন্টারের কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার কৃষাণ-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণিপেশার সুধিজন অংশ নেন। বেসরকারী উন্নয়ন সংস্থা পপি ও অক্সফামের সহযোগিতায় স্থানীয় সংগঠন নারী উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে। শেখ কামরুল হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা ফরিদুল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সালা উদ্দিন টিপু, উন্নয়নকর্মী সিরাজুল ইসলাম, দ্রুপদ চৌধুরী নুপুর, সাজ্জাদুর রহমান প্রমুখ।
হাওরে আগাম বন্যা রোধে করণীয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন বক্তারা। চলতি বছর যাতে করে আগাম বণ্যায় কৃষকদের ফসলহানি না ঘটে সেদিকে খেলায় রাখতে প্রশাসনের তৎপরতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরো বেশী করে সচেতন হওয়ার পরার্মশ দেয়া হয়।