মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সিলেটে আসছেন উপমহাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল সভাপতি মুহিউদ্দিন, সেক্রেটারি মুখতার : দিরাই উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন বিজ্ঞান ও টেকনোলজিতে মুসলমানদের অধ:পতন : কারণ ও প্রতিকার জমিয়ত নেতার আগমনে দিরাইয়ে মোটর শোভাযাত্রা হাওর রক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স: মাহমুদুর রহমান খন্দকার মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি : বাতিল হচ্ছে চার লেখকের গল্প-প্রবন্ধ শায়খ জয়নুল আবেদীন সুজানগরী রহঃ-এর জীবন ও কর্মী শীর্ষক আলোচনা সভা ইসরাইলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত
নৌকা ৩৬, ধানের শীষ ৫, লাঙ্গলে ৯০ আসনে প্রার্থী নেই

নৌকা ৩৬, ধানের শীষ ৫, লাঙ্গলে ৯০ আসনে প্রার্থী নেই

আমার সুরমা ডটকম:

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০ আসনের মধ্যে ২৬৪টি আসনে নৌকা প্রতীকে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন জমা দিয়েছে। বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৯৫টি আসনে ধানের শীষ প্রতীকে এবং জাতীয় পার্টি ২১০ টি আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে আওয়ামীলীগ ২৬৪টি আসনে ২৮১ জন, বিএনপি ২৯৫টি আসনে ৬৯৬ জন এবং জাতীয় পার্টি ২১০টি আসনে ২৩৩ জন প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে। অর্থাৎ আসছে একাদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে আওয়ামীলীগ ৩৬টি, বিএনপি ৫টি ও জাতীয় পার্টি ৯০টি আসনে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি।
আওয়ামী লীগ যেসব আসনে মনোনয়নপত্র জমা দেয়নি সেগুলো হলো- ঠাকুরগাঁও-৩; নীলফামারী-৩ ও ৪; লালমনিরহাট-৩; রংপুর-১ ও ৩; কুড়িগ্রাম-২; গাইবান্ধা-১; বগুড়া-২, ৩, ৪, ৬ ও ৭; রাজশাহী-২; কুষ্টিয়া-২; বরিশাল-৩ ও ৬; পিরোজপুর-২ ও ৩; ময়মনসিংহ-৪ ও ৮; কিশোরগঞ্জ-৩; মুন্সিগঞ্জ-১; ঢাকা-৪, ৬ ও ৮; নারায়ণগঞ্জ-৫; সুনামগঞ্জ-৪; সিলেট-২; মৌলভীবাজার-২; বাহ্মবাড়িয়া-২; ফেনী-১ ও ৩; লক্ষ্মীপুর-২ এবং চট্টগ্রাম-২ ও ৫।
বিএনপি যেসব আসনে মনোনয়নপত্র দেয়নি সেগুলো হলো- টাঙ্গাইল-৮, মৌলভীবাজার-২, কুমিল্লা-৭, লক্ষ্মীপুর-৪ ও চট্টগ্রাম-১৪।
জাতীয় পার্টি যেসব আসনে মনোনয়নপত্র জমা দেয়নি সেগুলো হলো- ঠাকুরগাঁও-১ ও ২; দিনাজপুর-৩; নীলফামারী-২; লালমনিরহাট-২; রংপুর-৬; গাইবান্ধা-২; চাঁপাইনবাবগঞ্জ-১,২ ও ৩; নঁওগা-৬; রাজশাহী-১ ও ৪; সিরাজগঞ্জ-১, ২, ৫ ও ৬; পাবনা-২, ৩ ও ৪; কুষ্টিয়া-২ ও ৩; চুয়াডাঙ্গা-২; ঝিনাইদহ-১, ২ ও ৪, যশোর-১; মাগুরা-২; খুলনা-৩; সাতক্ষীরা-৩; বরগুনা-১; পটুয়াখালী-২; ভোলা-২; বরিশাল-১ ও ৪, পিরোজপুর-২; টাঙ্গাইল-১, ২, ৩ ও ৬; শেরপুর-২, ময়মনসিংহ ১, ৩ ও ১১; নেত্রকোণা-১, ৪ ও ৫; কিশোরগঞ্জ-৪ ও ৫; মানিকগঞ্জ-১; ঢাকা-১, ২, ৯ ও ১৯; নারায়ণগঞ্জ-২; ফরিদপুর-২, ৩ ও ৪; গোপালগঞ্জ-১; মাদারীপুর ২ ও ৩; শরিয়তপুর-১ ও ২; সুনামগঞ্জ-১ ও ৩; মৌলভীবাজার ১, ৩ ও ৪; হবিগঞ্জ-৪; বাহ্মণবাড়িয়া-১; কুমিল্লা-৬, ৯ ও ১০; চাঁদপুর-৩; ফেনী-১ ও ২; নোয়াখালী-৩; লক্ষ্মীপুর-৩ ও ৪; চট্টগ্রাম-১, ৩, ৬, ৭, ৮, ৯, ১১, ১৩, ১৫ ও পার্বত্য বান্দরবান।
এদিকে, গত বৃহস্পতিবার ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী সারাদেশে মোট ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে বলে জানা গেছে। এর মধ্যে আওয়ামীলীগ ২৮১, বিএনপি ৬৯৬ এবং জাতীয় পার্টি ২৩৩ জন এবং অন্যান্য রাজনৈতিক দল ১ হাজার ৩৫৭ জন এবং স্বতন্ত্র থেকে ৪৯৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগের দিন বুধবার বলা হয়েছিল মোট প্রার্থীর সংখ্যা ৩ হাজার ৫৬ জন। প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়ার প্রসঙ্গে ইসি সচিব বলেন, প্রথমদিন তাড়াহুড়া করতে গিয়ে তথ্যে কিছুটা এদিক সেদিক হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com