শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জর জামালগঞ্জ উপজেলা বেহেলী ইউনিয়নের ৫০ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। রবিবার দুপুরে উপজেলার বেহেলী ইউনিয়নের ২নং ওর্য়াড মাহমুদপুর গ্রামে উঠান বৈঠকে সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের হাত ধরে বিএনপির ৫০ নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস মিয়া তালুকদারের নেতৃত্বে বিএনপির ৫০ নেতাকর্মী আওয়ামী লীগ যোগদান করেন। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী আশাফুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামী লীগের নেতা জহিরুল হক তালুকদার, আসাদ আল আজাদ প্রমূখ।
অপরদিকে হরিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বৈঠকে সভাপতিত্ব করেন হরিনগর সেন্টারের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আবুল হোসেন, ইউপি যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারন সম্পাদক এম নবী হোসেন, সাবেক জামাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরীসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সন্ধ্যায় বেহেলী বাজারে উঠান বৈঠকে এমপি রতন অংশ গ্রহণ করেন।
এদিকে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খোকনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন।