শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
রোববার বিকেলে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় আন্তর্জাাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৮ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলার প্রশাসনের সহযোগিতায় র্যালী প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ বদ্ধ হই’। এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাট্য র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও নির্বাহী অফিসার মোঃ শামীম আল ইমরান।
র্যালী শেষে উপজেল পরিষদ প্রাঙ্গনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আল ইমরান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি অঞ্জন পুরকায়স্থ, শেখ আয়েশা বেগম, পংকজ পাল চৌধুরী, মোঃ আলাউদ্দিন, আলী আক্কাছ মুরাদ প্রমুখ। দুর্নীতিকে ‘না’ বলি, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বক্তাগণ উপস্থিত সুধী সমাজের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।