শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দেশের ব্যাপক পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার: আলহাজ্ব এমএ মান্নান

দেশের ব্যাপক পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার: আলহাজ্ব এমএ মান্নান

amarsurma.com

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী না হলে বাংলাদেশকে আগামী ১০০ বছরের পেছনে নিয়ে যাওয়া হবে। দেশে কোন উন্নয়ন হবেনা। আর আওয়ামী লীগ বিজয়ী হলে, দেশের চেহারা বদলে যাবে, যে ভাবে ২০০৮ সালের পর থেকে দেশের ব্যাপক পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার, দেশের প্রতিটি ঘরে-ঘরে বিদ্যুৎ, গ্রামের পর গ্রাম পাকা রাস্তা, সাঁকোর বদলে ব্রীজ, প্রতিটি গ্রামে সুন্দর সুন্দর স্কুল, মাদ্রাসা নির্মাণ করে গ্রামকে প্রায় শহরে পরিনত করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শান্তিগঞ্জস্থ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের বাসভবন হিজল বাড়ির মাঠে উপজেলা যুবলীগের আয়োজনে, আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
সভায় উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলনের সভাপতিত্বে, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজনের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. বেলাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক স¤পাদক ফজলুল হক আতিক, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, সদস্য সবুজ কান্তি দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, জগন্নাথাপুর পৌর যুবলীগের আকমল হোসেন ভূঁইয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেন, সহ-সভাপতি রিপন তালুকদার, জুবেল আহমদ, দরগাপাশা ইউনিয়ন যুবলীগের আবু খালেদ চৌধুরী রুবেল, সাজিদ চৌধুরী এওর, জয়কলস ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম।
অপরদিকে সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
সভায় জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়ার সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, ইউপি সদস্য আনোয়ার হোসেন, হাবিবুর রহমান, আব্দুল বাতিন, মছকু মিয়া, সুজন চন্দ্র তালুকদার।
দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান।
সভায় প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনের সভাপতিত্বে, ইউপি সদস্য বদরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ স¤পাদক আবাব মিয়ার যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ, আওয়ামী লীগ নেতা জবর আলী, উপজেলা জাতীয়পার্টির সভাপতি হারুন মিয়া, প্রবীন মুরুব্বী আতাউর রহমান, ইসলামপুর সরকারী প্রাথমিকবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু তাহের, সাদেক মিয়া, উর্দু মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি লিয়াকত মিয়া প্রমূখ।
এদিকে বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান।
সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাসিকুল ইসলামের সভাপতিত্বে, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ফয়জুল করিম ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা আদনান হোসেনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, সহ-সভাপতি মাও. আব্দুল কাইয়ূম, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পূর্বপাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক খান, বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান আসাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু, নাজিমপুর গ্রামের পক্ষে ইকবাল হোসেন, আলমপুর গ্রামের পক্ষে প্রবীণ মুরব্বী সুন্দর আলী, আব্দুল করিম, ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ সুমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউছুফ আলী, আলীগ নেতা এনামুল কবির, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমূখ।
এদিকে বিকাল সাড়ে ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের উত্তর মাথায় পশ্চিম পাগলা ইউনিয়নে কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল হেকিমের সভাপতিত্বে, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ ও যুবলীগের সাংগঠনিক স¤পাদক কেশব দেব’র পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, পশ্চিম পাগলা ইনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সিরাজর রহমান সিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, প্রবীণ আওয়ামীলীগ নেতা আবদুল কাদির, রজব আলী, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ মিয়া, শিমুলবাঁক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হায়দার, প্রবীণ আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম রাইজুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দীন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা স¤পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, যুগ্ম-আহ্বায়ক আবদুল আলীম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ প্রমুখ।
পরে সকলে হাত উঁচিয়ে এমএ মান্নানকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য প্রতিশ্র“তিবদ্ধ হন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com