শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ মঙ্গলবার সকালে উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শামীম।
আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাইলে বঙ্গবন্ধুর নৌকাকে বিজয় করতে হবে। কোন ব্যাক্তিকে নয়, বঙ্গবন্ধুর নৌকাকে আবারও ক্ষমতায় আনতে হলে আওয়ামী লীগকে বিজয় করতে হবে, আসুন সবাই মিলে নৌকার পক্ষে কাজ করি একথা বলেন প্রধান অতিথি আলহাজ্ব রেজাউল করিম শামীম।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিল আহমেদ জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শামীম।
বিশেষ অতিথি জেলা যুবলীগে সাবেক আহকায়ক ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল করিম, জামালগঞ্জ উপজেলা সাবেকজ আহবায়ক ও জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, সাবেক ছাত্রনেতা ও ডা. এসপি রায় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শক্তিপদ রায়, উপজেলা সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মোবারক হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক সম্ভু আচ্যার্য, কর্ম বিষয়ক সম্পাদক আব্দুল রাকিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাদেক আলী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তোতা মিয়া, আব্দুল হক, বেহেলী ইউপি আওয়ামী লীগের সভাপতি নিমল কান্তি রায় সসীম, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, ভীমখালী ইউপি সভাপতি আক্তার উদ্দিন শাহ, ফেনারবাক ইউপি সহ সভাপতি মো. নুর মিয়া, সাচনা বাজার ইউপি সভাপতি জয়নাল আবেদীন, জামালগঞ্জ সদর ইউপি সাধারণ সম্পাদক আব্দুল খালেক, উপজেলা যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনফর আলী টুকু, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফ আলম লিমনসহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।