মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কৃষক লীগের কর্মী সমাবেশ বুধবার বেলা ১১টায় উপজেলার সদর পল্লী বিদ্যুৎ মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মানব সম্পাদ বিষয়ক সম্পাদক এড. শামীমা শাহরিয়া। তিনি বলেন, বিশ্বনেত্রী শেখ হাসিনার নৌকা, আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাইলে বঙ্গবন্ধুর নৌকাকে বিজয় করতে হবে। বঙ্গবন্ধুর নৌকাকে আবারও ক্ষমতায় আনতে হলে আওয়ামী লীগকে বিজয় করতে হবে, আসুন সবাই মিলে নৌকার পক্ষে কাজ করি এ কথা বলেন প্রধান অতিথি শামীমা শাহরিয়া।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা কৃষকলীগের আহবায়ক আলী আমজাদ, যুগ্ম-আহবায়ক সামছুল আলম ও জালাল মিয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্ধু তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তারুকদার পিন্টু, উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম জিলানী আফিন্দী রাজু, মো. ওয়ালী উল্লাহ সরকার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক শামছুল হক, রিয়াসত আলী, কৃষকলীগ নেতা তাজ উদ্দনি, সোহেল আহম্মদ, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।