সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : তুরস্কের উপকূলে এবার চার বছর বয়সী এক সিরিয়ান মেয়ে শিশুর লাশ ভেসে এসেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের চেসমি জেলায় শুক্রবার সকালে লাশটি ভেসে উঠে। এর আগে গত ২ সেপ্টেম্বর সিরিয়ান শিশু আইলান কুর্দির লাশ ভেসে উঠে। বিষয়টি নিয়ে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সিরিয়ার মেয়েটির লাশ পাওয়া গেল। যদিও এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি। তুরস্কের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে শুক্রবার এ কথা বলা হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বেশ কিছু শরণার্থী নিয়ে একটি নৌকা গ্রিসের উপকূলে যাওয়ার সময় ডুবে যায়।তুরস্কের কোস্টগার্ড বাহিনী এর ১৪ জনকে বাঁচাতে সক্ষম হয়। এর মধ্যে আটজনই শিশু।