শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস-নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩টি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের কৃতি সন্তান সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক স¤পাদক অ্যাড. বশির উদ্দিনের অর্থায়নে বিদ্যালয় পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ফ্যান হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল সুনামগঞ্জ ডটকমের প্রধান স¤পাদক হোসাইন আহমদ, স¤পাদক ও প্রকাশক সোহেল তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জলিল, সহ সভাপতি আলমগীর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, সহকারী শিক্ষিকা ফরিদা আক্তার, আছমা বেগম, সুজিনা বেগম, নোয়াগাঁও গ্রামের এরশাদ আলী প্রমূখ।