শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
স্বজ্জন রাজনীতিবিদ আলহাজ এম এ মান্নানকে পরিকল্পনামন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় অন্তর্ভূক্তিতে বঙ্গন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
রোববার বিকাল সাড়ে ৫টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদরের শান্তিগঞ্জ বাজার থেকে মিছিলটি বের হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিগঞ্জ বাজারে এসে শেষ হয়। পরে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী তহুর আলী, দপ্তর সম্পাদক দিলীপ তালুকদার,আলহাজ¦ এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, প্রভাষক এনামুল কবির, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, ক্রীড়া সম্পাদক রোশন আলী মেম্বার, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান, যুবলীগ নেতা নিজাম উদ্দিন, জয়কলস ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, কৃষকলীগ যুগ্ম-সম্পাদক ছুরুক মিয়া, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আল মাহমুদ সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, শাহনুর সুলতান, নাঈম আহমদ প্রমুখ।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে গত বৃহ¯পতিবার শপথ গ্রহণ করার পর রবিবার বিকেল পাঁচটায় টিভির পর্দায় তাঁর মন্ত্রী হবার খবরটি দেখার পর গোটা জেলায় আনন্দের বন্যা বয়ে যায়।