শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জে ২০১৮-২০১৯ আর্থিক সালের প্রাক্ষলিত ব্যায় ১২ লক্ষ টাকায় জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় হলদীর টেক প্রকাশিত হলদীর ডুবি খাল, জলমহাল-জলাশয় পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে, উপজেলার জয়কলস ইউনিয়নের তেঘরিয়া গ্রামের পার্শে হলদীর টেক প্রকাশিত হলদীর ডুবি খাল, জলমহাল-জলাশয় পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, জয়কলস ইউনিয় পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদ মিয়া, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম জহুর, সদর উপজেলার সিনিয় মৎস্য কর্মকর্তা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার (অঃ দাঃ) কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ তালুকদার, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিলানী মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ আশিক মিয়া, তেঘরী গ্রামের অবনী কান্ত দাস, অনিল চন্দ্র দাশ, ধীরেন্দ চন্দ্র দাশ, রিন্টু দাশ, বীরেন্দ্র দাশ, শ্রীমতি বালা দাশ প্রমূখ।