শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে স্কুল পোশাক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়নের ভাটি লালপুর প্রাথমিক বিদ্যালয়ে ৭০ জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সমাজ সেবক মো. জামাল মিয়া নিজস্ব অর্থে ৭০ জন শিক্ষার্থীদের মাঝে এ পোশাক বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাটি লালপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক মো. আব্দুল মন্নান, বিউটি আক্তার, সাজেদা আক্তার, মমতা পাল, প্যারা শিক্ষক আব্দুল মতিন ও নুরে আলম।
জানা যায়, ওই স্কুলটি ৮৯ শতাংশ জমির উপর ১৯৮৯ সালে স্থাপিত হয়েছে। শিশু শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত ২শত ৫৬ জন ছাত্র ছাত্রী রয়েছে। পাশের হার ৯৪ %, ৫ জন শিক্ষক ও ২ জন প্যারা শিক্ষক দিয়ে নিয়মিত লেখাপড়া চালিয়ে আসছেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সমাজ সেবক মো. জামাল মিয়া জানান, স্কুলে ছাদ দিয়ে পানি পড়ে, নিরাপদ পানির অভাব, স্বাস্থ্যসম্মত পায়খানা, আসবাবপত্র, সীমানা দেওয়াল, খেলাধুলা ও বিনোদনের জন্য মাঠে মাটি ভরাট একান্ত প্রয়োজন। এছাড়া অফিস সহায়ক পদে ১ জন নিয়োগ দেওয়া একান্ত প্রয়োজন। আমি সুনামগঞ্জ-১ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, ও শিক্ষা মন্ত্রীর সুদৃষ্টি কামনা করি।