মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আগামী ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ১২ ফেব্রুয়ারি। প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। ভোট অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ।
রোববার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান।
সচিব হেলালুদ্দীন আহমদ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাওয়া আসন অনুপাতে আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি চারটি, বিএনপি একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থী একটি সংরক্ষিত আসন পাবে।