রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ৪% চাঁদা কর্তনের প্রজ্ঞাপন এবং জানুয়ারী’২০১৯ হইতে কালো আদেশ বাতিলের দাবিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতি ও মাদরাসা শিক্ষক কর্মচারী সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পরিষদের সম্মুখে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল মোনায়েম, সাধারণ স¤পাদক তদবির আলম, মাদরাসা শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মইনুল হক, সাধারণ স¤পাদক আতিকুল হক, সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুমান আহমদ, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণমোহন দাস, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ দিলাওয়ার হোসেন, আতাউর রহমান, কালিপদ দাস, মোফাজ্জল হোসেন, ফরিদ সরকার, দেবব্রত তালুকদার, আবুল কাসেম, বদিউল আলম, আব্দুল ওয়াহিদ, আক্তাপাড়া মাদরাসার প্রভাষক মাহবুবুর রহমান, দামোধরতুপি মাদরাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান, একে এম সারোয়ার হোসেন, বেলাল আবেদিন, আব্দুল আলিম প্রমুখ।