রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
যুক্তরাজ্য ইমিগ্রেশন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের যুগ্ন-সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দিলাওর হোসেনকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আওয়ামীগ ও অংগসংঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার বিকাল ২টায় লন্ডন থেকে একটি বিশেষ ফ্লাইটে বিমান বন্দরে আসার পর সিলেট এমএজি ওসমানী আন্তজার্তিক বিমান বন্দরে প্রবাসী আওয়ামীলীগ নেতাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রনজিত সরকার, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ কামাল সুফি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ বুধন, উপজেলা আওয়ামী লীগ নেতা জবর আলী, দরগাপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, দরগাপাশা ইউপি কৃষকলীগের সভাপতি মাষ্টার ইলিয়াছুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, সমাজসেবক আলতাব আলী, কবির আহমদ, এওর হোসেন হৃদয়, শিব্বির আহমদ, যুবলীগ নেতা বদরুল ইসলাম, ফায়জুল ইসলাম ফেরদৌস, আব্দুল কদ্দুছ, শাহীন আলম, মোশাহিদ আলী, ছাত্রলীগ নেতা ছদরুল ইসলামসহ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ও দরগাপাশা ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে বিকাল ৫টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠন ও দরগাপাশা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সাথে স্তানীয় মিনা বাজারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার মতামত ব্যক্ত করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা দিলাওয়ার হোসেন।