রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার দিনব্যাপী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুনামগঞ্জ সদর আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, জেলা আওয়ামীলীগের সদস্য রেজাউল আলম।
বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করলেও উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. ফারুক আহমদ, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আনছার উদ্দিন।
এছাড়া জেলা রিটানির্ং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি এ্যাড. বোরহান উদ্দিন দোলন, ব্যবসায়ী রুকনুজ্জামান, ভাইস চেয়ারম্যান পদে মোশারফ হোসেন জাকির।
এছাড়াও উপজেলা নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার মো. আতাউর রহমান, কামাল হোসেন পারভেজ, শহিদুল ইসলাম।
এছাড়াও উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মোছা. হেলিনা বেগম, দোলন রাণী তালুকদার, রফিকা মহির, খাইরুন নেছা।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা রির্টানিং অফিসার মানছুরুল হক বলেন, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে উপজেলা জুড়ে উৎসবের সৃষ্টি হয়েছে। নির্বাচনের দিন পর্যন্ত এমন সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন।