সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ‘আমার সুরমা ডটকম’-এর সকল পাঠক, হিতাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। এবারের ঈদুল আযহা শুক্রবারে হওয়ায় ‘হজ্জ্বে আকবার’ নামেও তা অবিহিত। তাই এ বছরের হজ্জ্ব অত্যান্ত গুরুত্ব বহন করে।
বিশ্বব্যাপি যখন ইসলামকে চিরতরে পৃথিবী থেকে মুছে দেয়ার দিবাস্বপ্নে বিভোর একটি চক্র, এমনি মুহূর্তেই আমাদের সামনে এসে হাজির হলো হযরত ইবরাহিম (আ) তনয়া হযরত ইসমাঈল (আ)-এর মহান আত্মত্যাগের স্মৃতি বিজড়িত এই পবিত্র ‘ঈদুল আযহা বা বক্বরা ঈদ’। এর মাহাত্ম্য মেনে চলতে পারলেই আমাদের সমাজ থেকে অন্যায় ও অনাচার মুছে যেতে বাধ্য। কারণ, যে মহান ত্যাগ স্বীকার করেছেন হযরত ইসমাঈল (আ), পৃথিবীর ইতিহাসে এমন নজির আর নেই। ফলে এখান থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত যে, একজন মানুষ তার স্বীয় জীবন ত্যাগ করতেও কুণ্ঠাবোধ করেন নি আল্লাহর প্রেমে। তাই এ মহান হজ্জ্ব মৌসুমকে উপলক্ষ্য করে আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রশান্তির ছোঁয়া এনে দিতে উদ্যোগি হতে হবে। মহান আল্লাহপাক আমাদের সবাইকে যেন এ মহান মাস ও দিনের মর্যাদা সম্পর্কে অবগত হয়ে কাজে লাগাতে পারি; সে তৌফিক দান করেন। আল্লাহপাক আমাদের সহায় হোন। আমিন ছুম্মা আমিন।
মুহাম্মদ আব্দুল বাছির সরদার
সম্পাদক-আমার সুরমা ডটকম