রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকা থেকে টাকা চুরির দায়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে এসবি আই কর্তৃপক্ষ। বরখাস্তকৃত কর্মকর্তার নাম দীপক চন্দ্র দাশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকা থেকে টাকা চুরি হওয়ার দুই দিনেও গভর্নরকে অবহিত না করায় অসন্তোষ প্রকাশ করেছেন গভর্নর ড. আতিউর রহমান। মঙ্গলবার সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে নিয়োজিত ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপকসহ ঊর্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে তিনি এ অসন্তোষ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে আরো খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।