সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
‘ভোটার হব, ভোট দেব’ এই শ্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা থেকে র্যালী বের হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে র্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার ডাঃ মোঃ মানসুরুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ তালুকদার, উপজেলা সহকারী মৎস্য অফিসার মোঃ লিয়াকত আলী, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমীন, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, উপজেলা সমবায় অফিসের মোঃ নুর হোসেন প্রমূখ।