শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
আজকের শিশুর উপর নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ: কানাইঘাটে ইমাম চৌধুরী

আজকের শিশুর উপর নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ: কানাইঘাটে ইমাম চৌধুরী

amarsurma.com

জিয়াউর রহমান, কানাইঘাট থেকে:

সিলেট জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিন চৌধুরি বলেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আমার সামনে বসে আছে যে সব শিশু শিক্ষার্থীবৃন্দ তাদেরই উপরেই নির্ভর করছে আমাদের আগামির ভবিষ্যৎ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানও এক সময় শিশু ছিলেন। অথচ তার হাত ধরে বাঙালি পেয়েছে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। একদিন যিনি শিশু ছিলেন, তিনি হয়েছেন জাতির পিতা। আজকে যে শিশু আগামীতে সে হবে দেশের সুনাগরিক। শিশুদের ভেতরে সুপ্ত-প্রতিভা থাকে। আমাদেরকে কেবল এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে করে তাদের সেই প্রতিভা বিকশিত হতে পারে। এমন হতে পারে তোমাদের মাঝে থেকেই আমরা পেয়ে যাব ভবিষ্যতের বঙ্গবন্ধু, ভাসানী কিংবা শের-ই-বাংলার মতো নেতৃত্ব। জগদীশ চন্দ বসুর মতো কোনো বিজ্ঞানী, রবীন্দ্র-নজরুলের মতো কবি-সাহিত্যিক, রফিক-শফিকের মতো ভাষাপ্রেমিক, মতিউর-হামিদুরের মতো দেশপ্রেমিক বীরযোদ্ধা। তাই যারা দেশের ভবিষ্যৎ তাদেরকে তৈরি করতে হবে ভবিষ্যতের যোগ্য নির্মাতা হিসেবে।

সিলেটের কানাইঘাট উপজেলার ব্রাক্ষণগ্রামে ইউনির্ভাসাল একাডেমিতে প্রধান সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কানাইঘাট সরকারী মধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছে এলাহি বলেন, জীবনটাই হল ছাত্র জীবন। তাই এ রকমই প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করতে হয়। ছাত্রজীবনেই মানুষ ভবিষ্যৎ জীবনের ভিত গড়ে তোলে জীবনকে প্রাণ প্রাচুর্যে ভরে তোলার শিক্ষা মানুষ ছাত্র জীবন থেকে পায়। বদান্যতা, সততা, ন্যায়-নিষ্ঠা, নিয়মানুবর্তিতা, দেশপ্রেম, আত্মত্যাগ, মহানুভবতার শুরু হয় ছাত্র জীবন থেকেই। আমরা সামনে বসে থাকা প্রতিটি শিক্ষার্থী দেশগড়ার হাতিয়ার, ভবিষ্যতে তারাই দেশের নেতৃত্ব দিবে।

অনু্ষ্ঠানটি ইউনির্ভাসাল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মাসুদ রানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তাওহিদুল আম্বিয়ার পরিচালনায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট ইউনাইটেড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সেক্রেটারি মাহবুব, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-মানাবাধিকার বিষয়ক সম্পাদক ও কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জায়নাল আবদীন আজাদ, সংবাদকর্মি জিয়াউর রহমান, ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউপির ওয়ার্ড সদস্য নিজাম উদ্দিন, সাবেক ওয়ার্ড সদস্য ইয়াকুব আলি, আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুর রহমান, প্রাবাসি কমিনিটি নেতা আখলাকুর আম্বিয়া, উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কিমিটির সদস্য মুস্তফা কামাল, কাওছার আহমেদ, ইউনির্ভাসাল মডেল ইস্কুলের সিনিয়র শিক্ষক মুহিউদ্দিন জাবের, মাহফুজুর রহমান, ইউনির্ভাসাল শিক্ষক শিব্বির আহমেদ, কিবরিয়া, রাইহান, মাহদিয়া, ছাফা,জাহেদা প্রমুখ।

এ সময় ইউনির্ভাসাল একাডেমির শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনু্ষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com