শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর আলম চৌধুরী এলাকাবসীর সাথে মতবিনিময় করেছেন।
গতকাল শনিবার দুপুরে দিরাই পৌর শহরের কলেজ রোডস্থ বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মঞ্জুর আলম চৌধুরী বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রমই বিজয় ছিনিয়ে আনা সম্ভব হয়েছে, এ বিজয় আপনাদের এ বিজয় উপজেলার নির্যাতিত কেটে খাওয়া মানুষের।
আপনারা আমাকে যে ভালবাসা দেখিয়েছেন, এর প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন দিরাইবাসীর উন্নয়নে অবদান রাখতে পারি, আমি কথা দিচ্ছি কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না, সবার সহযোগিতায় উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের মঞ্জুর আলম চৌধুরীর সমর্থকবৃন্দ। মতবিনিময় সভায় বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।